জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের প্রথম নির্বাচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ তাঁর প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় রেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জুরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট এম আর মঞ্জু বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তিনি সবসময় শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদাকে গুরুত্ব দিয়েছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল দীর্ঘ ৪৫ বছর ধরে রেল শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগ্রাম করে যাচ্ছে।”
তিনি আরও বলেন,
“এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার—সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা, শ্রমিকদের অধিকার রক্ষা করা এবং যে কোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। শহীদ জিয়ার দেখানো পথেই রেল শ্রমিকদল আগামীতেও দেশ ও শ্রমিকের স্বার্থে কাজ করে যাবে।”
কর্মসূচিতে কেন্দ্রীয় রেল শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের প্রথম নির্বাচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ তাঁর প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় রেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জুরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট এম আর মঞ্জু বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তিনি সবসময় শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদাকে গুরুত্ব দিয়েছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল দীর্ঘ ৪৫ বছর ধরে রেল শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগ্রাম করে যাচ্ছে।”
তিনি আরও বলেন,
“এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার—সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা, শ্রমিকদের অধিকার রক্ষা করা এবং যে কোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। শহীদ জিয়ার দেখানো পথেই রেল শ্রমিকদল আগামীতেও দেশ ও শ্রমিকের স্বার্থে কাজ করে যাবে।”
কর্মসূচিতে কেন্দ্রীয় রেল শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন