প্রিন্ট এর তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
যাত্রীবান্ধব রেলের পথে: জিএম ফরিদ আহম্মেদের পশ্চিমাঞ্চল স্টেশন পরিদর্শনা
জ্যেষ্ঠ প্রতিবেদক ||
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহম্মেদ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলস্টেশনসমূহ পরিদর্শন করেছেন। এ পরিদর্শন তাঁর বাৎসরিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।পরিদর্শনকালে জিএম ফরিদ আহম্মেদ সান্তাহার জংশন, সাহাগোলা, হেলালিয়া হাট, রানিনগর, আত্রাই, মাধনগর, নাটোর, আব্দুলপুর জংশন এবং ঈশ্বরদী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। তিনি স্টেশনগুলোর প্ল্যাটফর্ম, স্টেশন ভবন, রেললাইন, সিগন্যালিং ব্যবস্থা, ইয়ার্ড এবং ট্রেন চলাচল ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।এ সময় তিনি যাত্রীসেবা, যাত্রী নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা এবং অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। জিএম ফরিদ আহম্মেদ বলেন, “আমরা যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রেল পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছি।”পরিদর্শনকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই উদ্যোগের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের লক্ষ্য, যাত্রীদের জন্য আরও নিরাপদ, আরামদায়ক এবং সময়োপযোগী রেলপরিবহন নিশ্চিত করা।
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৫ দৈনিক রেলওয়ে বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত